Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
ভেবেছিলেম কষ্ট করে আর কয়েকটি মাস
যদি কাটিয়ে দিতে পারি , বুড়ো বাপটার ঘরের
চালাটা পাল্টে টিন দিয়ে দেব। মা’র ডান চোখে
ছানিটা নাকি পাকছে—শহরে গিয়ে চোখটা কাটিয়ে লেন্স বসিয়ে নেব—যদি আর কটা দিন
কষ্ট করে কাটিয়ে দিতে পারি। ওভারটাইমের টাকার কিছুটা জমিয়ে বউটা বলেছিল মেয়ে বড় হচ্ছে—দুটো ভাল জামা আর একটা শীতের সোয়েটার —তাও কিনে নিয়ে যাব। যদি
আর কটা দিন——-দুবেলা খেয়ে টিফিনের টাকাটা বাঁচাতি পারি তবে—–তবে কানের বান্ধা ফুলজোড়াটা ভূপতি কাকার কাছে থেকে ছাড়িয়ে নেব—যদি আর কটা দিন পরে রোগটা —–কিম্বা যদি রোগটা একেবারে না আসত! তাহলে তো বউটা বিধবা হত না! যদি চশমাওয়ালারা বলে বলুকনা পরিযায়ী তাতে কি—বাপটা তো এট্টা চালা পেত , মা আবার ঝাপসা দুনিয়াটা স্পষ্ট করে দেখতে পেত, দেখতে পেত বউটার কানে ফুটছে সোনার ফুল। না পরিযায়ী তকমা আমার জোটে নি।
আক্ষেপ শুধু এটুকুই যে বউটার কানে সোনার ফুল ফুটল না!মা’র ঝাপসা পৃথিবী ঢাকল কালো আঁধারে। চালভাঙা ঘরে বসে বুড়ো বাপটা আজ ও পথ চেয়ে বসে হয়তো অপেক্ষা করে আগামী চালের—একমুঠো সাদা চালের
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।