পোর্টজিন

“বৃষ্টি এবং আমার শহর” লিখেছেন অমিত পাল

Bengal Live portzine:

একলা যখন বৃষ্টি নিয়ে হাঁটি

এই শহরের প্রাচীনতর গলি…

মেঘের সাথে হঠাৎ দেখা হলে

অন্যরকম লাগবে শহরতলি!

ছেলেবেলার দিনগুলি ঠিক ফেরে

উপছে ওঠা বীরনগরের জল।

চুপসাঁতারের আলগা ভাললাগায়

মোহনবাটী পাতছে করোতল।

অবাধ্য এক বালক সেজে দেখি

হাটু জলে বিদ্রোহীমোড় ঘোরে।

আড্ডা জমে চায়ের কাপের ধোঁয়ায়…

ভীড় করে মেঘ বকুলতলা মোড়ে।

বন্দরে আজ নৌকা নোঙর ফেলে

মনমিলনের মিলনপাড়া আজও…

রাসবিহারীর স্রোতের কাছে এসে

আজকে না হয় বৃষ্টিশহর সাজো।

Related News

Back to top button