পোর্টজিন
“কিছু ব্যথা সবার থাকে” লিখেছেন আভা সরকার মন্ডল
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
উত্তর ছাড়া প্রশ্নগুলো
কাঁদিয়ে যায় চিরদিনই
ভুলগুলো সব ভুলই থাকে
চোখের জলে তাদের চিনি ।
তালবাহানার চাদর দিয়ে
বৃথাই সে ভুল ঢাকতে যাওয়া
আঘাতে যে, মন ভেঙে যায়
যায় না সে মন, ফিরে পাওয়া !
কিছু কঠিন ব্যথা বুকে
চিরদিনের বসত গড়ে
পেছন ফিরতে চাইলে সে মন
কেঁদে আঁচল টেনে ধরে ।
না বলা সব কথাগুলো
জানে সময় গেছে চলে
কিছু ব্যথা সবার থাকে
বোঝানো তা যায় না বলে ।
কিছু ভুলের হয় না ক্ষমা
কিছু যে কেউ শুধরিয়ে নেয়
ভুলের মাশুল গুনতে যে কেউ
জীবন ধরে খেসারত দেয় ।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।