পোর্টজিন
দিন – চিরঞ্জীব হালদার

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
আমাদের কর্তব্য বাগান কে পাখি চাষের গল্প শোনানো।
পরিবর্তে আমরা এক শোক সন্তপ্ত পালককে সান্তনা দিতে দিতে বীজের পাশে ঘুমিয়ে পড়েছি।
ইতরামি বিষয়ক ফুলেরা দূর থেকে ছুঁড়ে দিচ্ছিলো তাদের বস্তা পচা একঘেয়েমি স্বপ্নগুলো।
ফলতো জেগে ওঠার পর দু’চারটে সরাইখানায়
আধা মাহিনার বিশ্বস্ত পত্রবাহক হতে পারি।
আমাদের ভুলভাল হাই গুলো সড়কপথে সুন্দরীর মতো দাঁড়িয়ে থাকে।
এতকিছু করার পর ক্রীড়নক শব্দটিকে অভিধান এর প্রতিটি পাতায় সাজিয়ে রেখেছি।
যাতে অন্যের প্রলেতারিয়েত ঈশ্বরকে ভজনার যত রকম রীতি আছে তার মুহূর্তগুলো জোরে জোরে দিনের গায়ে লেপ্টে দিতে পারি।
প্রকৃতার্থে উড়ান শব্দটির পাশে বাগান কে বেমানান ভেবে আমরা আজীবন এক একটি মেধাহীন গাছের মতো দুলে উঠছি। দেখো মৃত্তিকা হাসিতেছে । আসলে এটা কোন কান্না কি না কে বলে দেবে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।