পোর্টজিন
মহঃ মোতাহারুল হক-এর “ধর্মের মাঝে”

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
ধর্ম মানে সুষ্ঠ এক পরিকাঠামো, গভীর বন্ধন,
মানুষের এই খনস্থায়ী জীবন-
বিশ্ব ভুবনে বেঁচে থাকার লাড়ায় করেও প্রতি মুহূর্তে ধর্মের স্পর্শে আলকিত হয়,
ভালো বেশে স্বরণ করে পিপাসিত মন দেয় চুম্বন ।
মনের গহ্বরে অগ্নির দহন টগবগ করে
প্রজ্বলিত শিখার মতো ।
তার মধ্যে মনোরম শিতল বায়ু যেনো বিরাজ করে
খুজে পায় অফুরাণ শান্তি ।
আসলে যিনি সৃষ্টি কর্তা তাহার এই প্রবল শক্তি
মানুষ খুজে পায় পরস্পরের প্রতি ভালোবাসা
সুশৃঙ্খল জীবনে চলার পদ্ধতি ।
সৃষ্টির আদি কাল থেকে বয়ে চলা এই স্রোত
মানব হৃদয়ে আজও অঙ্কুরিত বীজের মতো সুপ্ত ।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।