পোর্টজিন
“ভালোবাসার চিহ্ন” লিখেছেন কৌশিক পাল

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
ভালোবাসার চিহ্ন লেগে থাকে
হাজার বছরের শুকনো কালো গোলাপে,
ভালোবাসার চিন্হ লেগে থাকে
চকলেটের মোচড়ানো খামে,
লেগে থাকে প্রেমিকের লবনাক্ত ঘামে।
ভালোবাসার চিহ্ন লেগে থাকে
অনামি প্রেমিকের চোখের জলে-
বেনামি প্রেমিকার সারা গায়ে।
ঠোঁটের প্রতিটি আনাচে কানাচে,
চোখের পাতার প্রতিটি ভাঁজে,
হাতের আঙ্গুলের প্রতিটি খাঁজে,
লেগে থাকে প্রেমিক-প্রেমিকার কপালের মাঝে,
নাকে নাকের স্পর্শে
প্রেমিক -প্রেমিকার আদর্শে
লেগে থাকে ভালোবাসার চিহ্ন।
অচেনা প্রেমিকের শুকনো ছেঁড়া শার্টে
প্রেমিক-প্রেমিকার বুকের ঢিবঢিব শব্দ করা হার্টে
পৃথিবীর প্রতিটি কণায় কণায়
ভালোবাসার চিহ্ন লেগে থাকে।
তবু,আজ সেই চিহ্ন দৃশ্য হয়েও
বিলীন হয়ে যাচ্ছে মানষিকতায় ও টাকায়!
মুছতে দিও না সেই চিহ্ন মানুষ,
মুছতে দিও না।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।