পোর্টজিন
সাড়া – মহ. মোতাহারুল হক

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
আমার দেহে প্রাণ আছে বলে সাড়াদি সব কাজে, প্রতিমুহূর্তে পাড়ি দিতে চাই আকাশের কানায়, কানায় কিংবা সমুদ্রের অতল গভীরে কৌতূহল জাগে বিশ্বের সকল বস্তুকে চেনার, জানার ও বোঝার।
মাঝে মাঝে;
মনের এই আকাঙ্ক্ষা কিছুটা পুরা হয় বটে তবে মনের এই অসীম চাওয়া ভাবতে বড়ো সহজ হলেও বাস্তবে তা সম্পূর্ণ পুরা হওয়া কঠিন।
তবুও আমার মন ..
দেহে প্রাণ আছে বলে এই ভাবে সাড়া দেয়। কখনো সাড়া দেয় স্তব্ধ রুপে।
কখনো চলমান রুপে প্রকাশ ঘটে।
দেহে প্রাণ না থাকলে এই দু’এর কোনটাই হতো না বুঝি।
হতো না আমার খাওয়া-পরা ও বিদেশ ঘোরা।
হতো না বেঁচে থাকার লড়াই এ কত রকমের সঠিক কর্ম সন্ধানে ছুটে চলা।
হতো না কবিতা লেখা।
হতো না ব্যাডমিন্টন খেলা করা।
হতো না আনন্দ দুঃক্ষের অনুভূতি ইত্যাদি….
আমার এই সাড়া দেওয়া ‘প্রদীপ’ নিভে যাবে কোন একদিন;
চতুর দিকে তখন আলো ছড়াতে পারবো না। তাহলে পৃথিবীতে যারা থাকবে কেউ রবেনা থেমে। এগিয়ে যাবে সম্মুখে নিজ প্রয়োজনের তাগিদে গড়বে উপযুক্ত সুসভ্যতা।
চক্ষু-কর্ণে এবং মনের আঙিনায় অনুভব করতে পারবো না সেই গুলি। আমি যে পারবো না সাড়া দিতে মোটেও কারণ দেহের মধ্যে প্রাণ না থাকলে এটাই হবে নিশ্চিত।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।