Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
পরিত্যক্ত পাণ্ডুলিপির পাসে জমে উঠেছে
করোটি উৎসব।
ঠেউ খেলানো চাঁদোয়া রেকাবি নিয়ে
আসার কথা ছিলো তার ।
আলোকবর্ষ পেরিয়ে আসা দোদুল নাগরিক
করতলে সাজিয়ে রাখো মুনলাইট সুলেখা সোনাটা।
মন্ত্রমুগ্ধ কলম আর শিশু করোটির সংলাপ
যেন আম্রমঞ্জরী ।
তোমার শায়িত বিষাদ বল্লম
আর পালিত প্রেমিকা নাকি গৃহশিক্ষিকার ভূমিকা
নেবে ।
আর কতক্ষন বসে থাকবো উনিশশো ছিয়াত্তর।
মৃতেরা দেখি আলোদেশের অশ্বারোহী মনে হয়।
চেনো চিরঞ্জীব চেনো-
সেই সব আর্দ্র চিবুক থেকে নেমে আসা পানকৌড়ির
ঠোঁটে কালমৎস্যের গদ্যসুষমা।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।