পোর্টজিন
রাগ – গৌতমী ব্যানার্জী
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
রাগ উষ্ণতা ছড়ায় –
পেঁচানো সাপের ফনার মতো কুরে খায় মস্তিক ।
হিংস্র রাগ নগ্নতার কোমল শুস্কতায় রক্তপাত ঘটায়
কুরে খায় পিশাচের বিষাক্ত আঙ্গুল ।
রাগ সাদামাঠা ইচ্ছের কথা,
রাগ ছোট এক ইচ্ছার মৃত্যু ।
রাগ এগিয়ে আসে ঘিরে, অতীতের আস্কারায় –
রাত হাতরায়, অতীত বাঁচে ভবিষ্যতে ।
রাগ বাসা বাঁধে লুকোনো ফুসফুসে,
ছড়িয়ে দেয় ধমনীতে, মস্তিকে
রক্তপাত ঘটায় রাগ ।
রাগ গোপনে বেড়ে ওঠে
ডালে ডালে তার বার্ধক্যের ছাপ স্পষ্ট ।
রাগের গালে আবির ছোয়া, রাগের সাথে হাট্টিমাটিম
রাগের সাথে একটু কথা, রাগের পাশে একটু বসা
রাগ সরিয়ে ভিতর দেখা, রাগের নামে অঙ্ক কষা
রাগের পিছন পিছন গিয়ে চুপটি করে জড়িয়ে ধরা
রাগের গোলাপ রাগের জুঁই, রাগ বৃষ্টির আবেগ হই ।
রাগের কাছে মিষ্টি হাসি, রাগ জুড়িয়ে হালকা খুশি,
রোজ সকালে রাগের কানে মিষ্টি জাদুর কথা বলা
রাগ করোনা রাগ করোনা রাগলে তোমায় ভয় যে লাগে
রাগ বাইরে, রাগ ভেতরে রাগ দেখা যায়
সবার মনে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।