Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
নিরাকার নয়,
লোভ-লালসহীন রক্ত-মাংসের বন্ধু।
সে ভালোবাসে খোলা মাঠ, সরষে মাখা প্রান্তর, নদী
আর শুধু হাটতে।
আমি ভালোবাসি তার পাশাপাশি,
দীঘি-জল, খোলা আকাশ, মেঠো পথ,
আর বিশুদ্ধ বাতাস।
আমাদের ভালোবাসার নাম গ্রাম নয়,
শহরেও তা প্রতিষ্ঠিত হতে পারে!
আমাদের বন্ধুত্বের উৎসই হল ভালোবাসা।
সেটা চোখে চোখ রাখার বা হাতে হাত রাখার
ভালোবাসা নয়;
ভালোবাসা, প্রকৃতিকে ভালোবেসে।
কখনো বা মাটির গন্ধ মেখে ভালোবাসা তাঁর,
কখনো বা শুকনো পাতার শব্দে ভালোবাসা আমার।
উৎকন্ঠাকে ছুঁয়ে, সে হেঁটে যায়
গাছের পর গাছ,
আর আমি শুধু অনুসরণ করি,
বট অথবা অজানা কোনো নাম।
যে পথ দিয়ে ধেয়ে আসে একরাশ ধূলো,
সে পথের পাশেই হোক আমাদের চাল-চুলো।
গাছের উপর গাছ পাকিয়ে
যেমনি পাখি বাঁধে বাসা,
তেমনি করেই থাকবে সে
বানিয়ে তাঁর মাটির বাসা।
পাখির ডাকে আমি এখন
বেজায় খুশি সারাক্ষণ,
অগাধ টাকার কান্না লেখে
আমার এই ভাবুক মন!
বই তার ভীষন প্রিয়,
আমার প্রিয় খাতা;
সে যাবে পরের গল্পে,
আমি কালি শেষে পালটে পাতা।
গড়গড়িয়ে পড়বে সে
আমি শুধু শুনে যাব,
মেঠো আলে খড় পাকিয়ে
আমি তার বন্ধু হবো!
আমাদের চাহিদা নেই,
শুধুমাত্র সবুজ বাদে;
একমুঠো ক্লান্ত প্রাণে
শুতে চাই খোলা চাঁদে।
অন্ধকারের সব কলঙ্ক,
মুছতে চাই একটি রাতে-
এই পৃথিবীতে থেকে যাব
আমরা দুজন বন্ধু সাথে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।