পোর্টজিন

“শিয়াল ও কুত্তার লড়াই” লিখেছেন মহঃ মোতাহারুল হক

কপাল জোরে বাঁচলো বেটা
দেখবো পরে তাকে,
মুরগি, ছাগল খাই সে ডেলি
হুক্কা হুয়া ডাকে।

ভয় করে না কাউকে এখন
দেহ হচ্ছে সারী,
পাল্লা দেবো বুদ্ধি জোরে
পড়বে কি আর ভারী।

তাড়া করে রেখে আসতাম
বনের মধ্যে আগে,
মালিক আমায় খাবার দিতো
পেতাম যেটা ভাগে।

এই বছরে মেডেল দিবে
এটাই বড় স্বার্থ,
লড়াই করে জিততে হবে
নইলে স্বপ্ন ব্যার্থ।

কুত্তা নামে সবাই চেনে
মালকিন বলে বাবু,
শেয়াল পণ্ডিত আসলে এবার
করেই দিবো কাবু।

Related News

Back to top button