পোর্টজিন
মহ: মোতাহারুল হক-এর লেখা কালঠুর ব্যার্থ জীবন

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
বিশ্রী শরীর, দেখতে ছেলেটা
কালঠু বলছে ওকে,
সুন্দর নাম আছে একখানা
অকারণে বেশি বকে।
বোঝালেও বোঝে না বড়র কথা
মাথাতে যেটায় ঢোকে,
বিদঘুটে কাম করে ফেলে হেসে
থাকেনা কখনো শোকে।
দুরন্ত তার দৌড়ানোর গতি
যেনো ছুটন্ত ঘোড়া,
থোমকে দাঁড়ায় বোকা মহাশয়
যখন হবে খোঁড়া।
কিছুকাল পরে চোট সেরে গেলে
আবার আগের মতো,
মানে মহাজ্ঞানী নিজেকে সদায়
করিবে না মাথা নত।
নেই ভালো কাজে দারুতে যে মজে
নিজেকে ভাবছে রাজা,
খালি পায়ে হাঁটে পেটে নাহি যোটে
এমন ভাগ্য পাজা।
আঁধার রজণী বন্ধুক হাতে
বেড়ায় সে করে লুট,
কিছু পেলে ভালো না পেলেতো গেলো
গরম মগজে সুট।
কর্কশ সরে নিজ পাড়া ঘরে
নিন্দা করছে কারো,
মাথা হলো মোটা বুঝেনা তো এটা
বেজে যাবে তার বারো।
সংসারের মোহে মেয়ে খুজে আনে
দেখতে সেই তো পরী,
ভেগে গেলো শেষে রইলো না টিকে
সুখের ঐ ফুল তরী।
বয়ে গেলো সাল এই ভাবে তার
অনুমান গোটা বিশ,
বল কমে দেহে কাউকে দেখলে
কেঁদে বলে ক্ষমা দিশ।
বাড়া বাড়ি চোলে মৃত্যুর কলে
পড়িলো একদা ঢোলে,
জীবনটা বৃথা হলো কালঠুর
পাপ বৃদ্ধির ফলে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।