Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
কি লিখি তাই ভাবতে গিয়ে
কখন দিয়েছি ঘুম
আঁধার কালো চারিদিক
অন্ধকার নিঃঝুম।
তারই ভিতর একটু আলো
দেখা যায় বহু দূর
এগিয়ে গিয়ে থমকে দাড়াই
আরে এতো রবি ঠাকুর।
আমায় দেখে বলল হেসে
কি, কবিতা লেখার ব্যামো
জলদি উত্তর দিয়ে ফেলো
করো না নকশামো।
আমিও খেয়ে ভ্যাবাচ্যাকা
নানান জাল যে বুনি
যাকে ভাবছি এতদিন ধরে
সামনে দাঁড়িয়ে তিনি।
দরাজ গলায় মন্দ্র স্বরে
যেই শুধালেন মোরে
কবে থেকে এ লাইনে
বল স্পষ্ট করে।
ধুকপুকানি বুকের ভিতর
কি যে এখন বলি
ও প্রবীর রে, কি কপাল তোর
কবিগুরুতেই মলি।
শ্বাস বায়ুটা জোরে নিয়ে
জবাব দিলাম আমি
ছোট থেকেই কবিতা পড়ে
এমন পাগলামি।
আমার লেখা কটা পরেছো?
জিজ্ঞাসিলেন মোরে-
অত লেখা কি শেষ করা যায়
সারাজীবন ধরে।
জীবন মানে তোদের কাছে
ঠুনকো মাটির ঢ্যালা
এই ভাবনা বুকে নিয়ে
আমার হবি চ্যালা।
দ্যাখ, একটা কথা বলি তোকে
হতে চাস যদি কবি
মনোজগতে ভাবনাগুলোর
আঁক আগে তুই ছবি।
তারপরেতে এক এক করে
মনে করবি সেটা
কলমটাকে হাতে নিলেই
কবি হবিরে ব্যাটা।
খুশিতে মন ডগমগ
রবির দেখা পেয়ে
ঘুম ভেঙে দেখি বসে আছি
কলম হাতে নিয়ে।।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।