পোর্টজিন
প্রতিমা বিশ্বাস সাহা-এর লেখা “জীবনের হিসেব”
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
কিছু কথা চিরকাল রইবে অবিকল
ব্যথার কুঞ্জে প্রস্ফুটিত হয়ে
আজীবন গোপনে বেরঙীন জীবনে
রয়ে যাবে স্মৃতি কাঠি ছুঁয়ে।
অহঙ্কারে ফোঁটা ফুল না পায় দেবতার কূল
অকালে যায় সে ঝরে
মানুষ চলে যায় কৃতকর্ম রেখে যায়
ভালো মন্দের বিচারে।
জীবনের নাট্য মঞ্চে কলঙ্কিত কারো কাছে
দগ্ধ হয়েছি সময়ে অসময়ে
অপমানের বোঝা সাথে চলেছি অন্তিমপথে
জীবন তরীর বৈঠা বেয়ে।
একদিন হবে সময় সাঙ্গ হবে সব অভিনয়
দিন শেষে হবে যে একলা
বৃথা তব অহংকার একই সৃষ্টি স্রষ্টার
কেন তবে বিদ্বেষ যাওয়ার বেলা।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।