পোর্টজিন
“শরৎ শিউলি” লিখেছেন প্রতিমা বিশ্বাস সাহা
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
শরৎ এলেই হৃদয়খানি নতুন ছন্দে জাগে
মন মাতানো খুশির কুসুম আলপনা দেয় বাগে
আকাশে বাতাসে বেড়ায় ভেসে মহালয়ার সুর ও ধ্বনি
ভোরের শিশির ভেজা শিউলি জানায় পূজোর আগমনী।
শিউলি ঝরা বসুন্ধরা সাজে শুভ্র পোশাকে
রবির আলো ফোটার আগেই শিউলি বক্ষ পেতে রাখে
রাঙা চরণ আঁকবে মা শরৎ শিউলির বুকে
সোহাগী সমীরণ বইছে মায়ের স্পর্শ মাখে সুখে।
স্নিগ্ধ আলোয় মন কাড়ে ঘুম ভাঙ্গা পাখির হাতছানি
চল্ নয়নে আঁকি সদ্য প্রস্ফুটিত শিউলির বরণ খানি
নব প্রাণে নব গানে নতুন প্রভাতে কবিমন ছন্দে ভরিয়ে তুলি
শরতের স্নিগ্ধ মায়াবী সকাল সুগন্ধিভরা শিউলি।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।