পোর্টজিন

“পঞ্চ সতী” লিখেছেন সমর আচার্য্য

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।

bengal live portzine samar acherjee

 

অহল্যা দ্রৌপদী কুন্তী তারা মন্দোদরী তথা
পঞ্চকন্যা স্মরেন্ন্যিত্যং মহাপাতক নাশনম l
—————-_—————————————
অহল্যা দ্রৌপদী কুন্তী তারা মন্দোদরী
প্রাতঃস্মরণীয় এই পঞ্চ মহিয়সী  নারী
পুরুষ ই এদের করেছে —— কলুষিত
পুরুষ ই করেছে এদের—–মহিমান্বিত l

পুরুষের ইচ্ছায় সৃষ্ট এই ভুবনে
নারী রা চিরকাল ছিল গোপনে
কখনো সন্মান কখনো লাঞ্ছনা
এইতো তাদের হয়েছে পাওনা l

অহল্যা তো ছিল সতী পত্নী
সুন্দরী রূপসী যুবতী ললনা
কামনা তাড়িত ইন্দ্রের ছলনা
বিনা দোষে করলো তারে অসতী l

দ্রৌপদী ই বা কি দোষ করেছিল
যার তরে তাকে লাঞ্ছিত হতে হলো
বীর পূর্ণ নিজ পরিবারের রাজসভায়?

হতভাগী কুন্তী উঠতি যৌবনে পাওয়া মুনির বর
পরীক্ষা করতে যাওয়ার কি ছিল দরকার?
যৌবনের কৌতূহলী মন, মানে না কিছুই তখন
প্রভাতে দেখে মনোহর অরুনে করলো আহ্বান l

অনেককাল অপেক্ষা করে, স্বামী যখন ফিরলো না ঘরে
দেবর সুগ্রীব রাজ্যভার নিলো, সঙ্গে দাদার জায়ারে
কি অপরাধ করেছিল তারা, শুধু তো মেনেছিল তখনকার সমাজের ধারা l

দশানন পত্নী মন্দাদরী, যে ছিল বুদ্ধিমতী পুণ্যবতী নারী
স্বামীর দর্পে  চূর্ণ হোলো সংসার, বিধবাকে সন্মান দিল দেবর বিভীষণ তার l
নিজের অজান্তে করে অপরাধ, তারা সব পেল অসতী অপবাদ
পুরুষ যখন বুঝলো ভূল, তারাই তাদের বললো নিরপরাধ
যে পুরুষ তাদের দিয়েছিলো শাপ, তারা ই তাদের ঘুচালো পাপ
তারা ই তাদের সন্মান দিল, প্রাতঃস্মরণীয় নারীতে আজ l

 

 

কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।

Related News

Back to top button