পোর্টজিন
“ছোট্ট চড়াই” লিখেছেন শান্তনু গুড়িয়া
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
ছোট্ট দুটি আত্মনির্ভর ডানা
ওই দূরে ওই আকাশনীলে উড়াল সম্ভাবনা
ডাইনে-বাঁয়ে ঘাড় ঘুরিয়ে খোঁজে শস্যদানা
শান্ত এই পাখিটির জন্য দু’লাইন লিখব না!
পোকামাকড় তুলে আনে ঠোঁটে
শাবক তার কাঁদছে ক্ষুধায় নীড়ে
ছোট্ট চড়াই নেই হামবড়াই মোটে
হারিয়েছে তাই আজ দুষ্ট মানুষের ভিড়ে |
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।