“ক্রিমেশন সার্টিফিকেট” লিখেছেন শান্তনু মিশ্র

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।

বেঁচে থাকার ঝক্কি আছে বেশ
তুফানের ক্যামেলগন্ধ হেলেদুলে উঁচু হতে হয়

অচেনা প্রতিভাসে বীজগাণিতিক সন্ধ্যা…
বুনোঝোঁপমালা… দুরন্ত লুন্ঠনে আগলে রাখতে হয়-
রুগ্ন নক্ষত্রের সহজ অঙ্কুর… বিপি। হার্ট। কিডনি।
কচি কচি তুলোট স্বাধীনতাও

ঢুকে পড়ে কুয়াশা… বেপরোয়া রাতের রিনিঝিনি বৃষ্টিছাঁট…

তার চেয়ে শ্মশান বড়ো ভালো
মেঘমুখ উবু হয়ে বসে
ইলেকট্রিক চুল্লি
সব হাসি ম্লান করে শরীর উবে যায় সাদা ধোঁয়ায়
অস্থি মজ্জা মহাশূন্যের স্মিত ঘ্রাণ

আগুনের অপেক্ষায়
মৃত মায়ের অভিমান সুষুম্নাশক্তি প্রিয়তম মুখ
এঁকে রাখে ‘পাঁজরের ওম’

বেঁচে থাকা মানে যুক্তি অযুক্তির রিক্ত মিশ্রণ
তার চেয়ে বরং
ধুলোমাটি পরগাছা নির্বাক ধোঁয়ার ভেতর কাগজ হয়ে থাকা ভালো। কাগজ৷ ক্রিমেশন সার্টিফিকেট…

 

 

কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।

Exit mobile version