পোর্টজিন
“সব শব” লিখেছেন সৌমিত্র শীল
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
আবার কবে পৃথিবী প্রাণ ফিরে পাবে জানিনা
ইষ্টিকুটুম কবে ফিরে আসবে
কিম্বা, শিশু কবে আবার নিশ্চিন্তে ঘুমোবে তাও জানিনা ।
পথফেরীরা আজও কুটিরে ফিরে আসেনি
কবে হবে তাদের অভ্যর্থনা ?
সবাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে প্রশ্নমালা ছুঁড়ে দিই
শুধু আশা রাখি
আর সবাই শব হয়ে বেঁচে থাকি ।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।