পোর্টজিন
অসহায় প্রেম – গৌতমী ব্যানার্জী
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
একটা সন্ধ্যাবেলায়, স্কুল ফেরার পথে –
পড়ন্ত বিকেলে, শীতের রোদচুরির গল্পে –
হঠাৎ ভিড়ের মধ্যে নায়িকা হয়ে উঠেছিলাম ।
পাঠ্য বইয়ের চাপে ঝুকে পড়া শরীরটাতে কেমন,
প্রেমিক প্রেমিক লাগছিলো তোমাকে ।
সে অনেক দিনের কথা, না বললেও সব তখন বোঝা হয়ে যেত
হঠাৎ করে মেয়ে মেয়ে বেলা শুরু হলো জীবনে,
শরীরের ভাঁজে রোদের এখন ঝিলিক কাটে ।
চোখের জলের চটচটে ভাবে, হৃদয় জানান দেয় তার ঘনত্ব-
মস্তিস্কর ফসফরাসের অত্যাধিক উপস্থিতিতে,
বড্ড সমালোচনা খোঁজে মন।
প্রথম শাড়ির আঁচলের গল্পে তোমার সূচনা,
প্রতি সেফটিপিন তোমার ভালোবাসা,
তবু সেই মুহূর্তে অসহায় প্রেম খোঁজে গভীর স্তব্ধতা –
সেখানে মুখোমুখি কথা হবে দুজনের
বাকিরা নিশ্চুপ !
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।