পোর্টজিন

অভিনয় (অনুগল্প) – কিম সাহা

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।

 

bengali short story kim saha portzine

মুগ্ধ হয়ে একবার তোমার অভিনয়ের কবলে পড়েছিলাম ঠিকই,
কিন্তু তা বলে বারবার আর পড়বো না!
জীবনের থিয়েটারে অতুলনীয় তুমি, তোমার বলা মিথ্যেগুলোও অভিনয়ের ছলে সত্যি বলেই ভেবেছিলাম।
তোমার দক্ষ অভিনয়ের নিপুণতায়
ভালো আমি প্রায় বেসেই ফেলেছিলাম, এমন সময় ঘুরে গেল জীবন-নাট্যমঞ্চে চলা কাহিনীর মোড়।
না, নিখুঁত অভিনয়ের জেরে ধরা পড়োনি তুমি, হয়তো ওই নাট্যমঞ্চের কোনও তৃতীয় ব্যক্তি, যে বোকা ছিল না আমার মতো, মুগ্ধ হয়ে কবলে পড়েনি তোমার, বরং বুঝতে পেরে করেছিল মিথ্যে অভিনয়ের আদলে সত্যির খোঁজ। সেই তৃতীয় ব্যক্তির আগমনে ভাঙ্গে আমার মুগ্ধতা, প্রমাণ স্বরূপ দক্ষ অভিনয়ের মিথ্যেগুলো দাখিল করে তোমার কাছে, কবলছুট হয়েছিলাম আমি,
আর এখন তুমি নয়,আমার জীবন নাট্যমঞ্চে তুমিহীনা এই আমিই একমাত্র মূল অভিনেত্রী।

 

 

কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।

Related News

Back to top button