স্পর্শ – গৌতমী ব্যানার্জী

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।

 

গল্প হলেও শেষটা কোথায়, জানা নেই আমাদের
সকাল বিকাল রাত্রি-বৎসর পার হয়,
গরুর গাড়ির ক্যাচক্যাচ শব্দে।
তবুও ভালো, সমাজের চোখ রাঙানিকে দূরে ফেলে,
হাতে হাত দিয়ে মুখবোজা সত্যের খোঁজে –
একসাথে গিয়ে তাঁরাই মরুভূমির মৃত,
যাশুয়া গাছের তোলায়।
মহামারি শেষে, যখন আবার সুস্থ পরিবেশ
দেখা হবে আমাদের,তখন
আর আলোছায়ার পর্দাপ্রথাটা থাকবে না
ক্যাকটাসের রসালো যৌবনে
ছিন্নভিন্ন হয়ে যাবে শরীর।
শরীর ছুঁইয়ে রক্ত,
সমস্ত গ্লানি যাবে –
আগামীর পবিত্র তীর্থ-স্থান যাত্রার উদ্দেশ্যে,
সেদিন তোমার হাতটা, কল্পনা শক্তিকে ছাড়িয়ে –
অলৌকিকতার মায়াবলে,
আমার একান্ত বলে গণ্য হবে।
সেই মহামারীর শেষে, বিগলিত যৌবনে
মোমের সৌন্দর্য ধুইয়ে দেবে
আমাদের সব আত্মহুতির
একনিষ্ঠতার, চাওয়া পাওয়ার যজ্ঞের
বর্বর উল্লাস।
তবুও তোমার হাতের স্পর্শে থাকবে
আমার একমাত্র অধিকার
তোমার বলিশে মাথা রাখা,
আমার সুখকর স্মৃতি
কুঁচকানো গালের চামড়ায় হালকা গোলাপী রং।

 

 

কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।

Exit mobile version