পোর্টজিন
লাবনী বসু-এর লেখা “ছেলেটার নাম সাম্য”
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
কোন অভ্র ভেদি বান কেড়ে নিলো প্রাণ
ছেলেটা পড়ে রাস্তায়।
মানেনি কারণ শোনেনি বারণ।
চেয়েছিল শুধু সর্বহারাদের সাথে
কান্না ভাগ করে নিতে।
তার দেহ আজ বন্দী বস্তায়।
মেডিকেলে তার চতুর্থ বর্ষ
হৃদয়ে তখন জমানো হর্ষ।
বাবার অমতে বেঁচে ছিল সে রাজনীতির চোরাবালি।
প্রাসাদসম কংক্রিট ছেড়ে
খুঁজেছিল অন্ধ গলি ।
পোড়ামাটির দেশে
স্বপ্নেভেসে মেখেছিল ধূলো
ছদ্মবেশীর বেশে।
অনাহারে থেকে মুখে হাসি ঢেকে লাগিয়েছিল হাত গড়তে বাঁধ ভবঘুরেদের বস্তিতে।
জানলো না কেউ তার কথা
আজ সে ঘুমায় বড় স্বস্তিতে।
কোন অভ্র ভেদি বান কেড়ে নিলো প্রাণ
ছেলেটা পড়ে রাস্তায়।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।