পোর্টজিন
টুরু লাভ – অমিত পাল
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
এ ফুল থেকে ও ফুল ওড়ে
কিসের লোভে সবাই জানি।
জনগনের জন্যে ব্যকুল
মক্ষীরাজ বা মক্ষীরানী।
গরিব দেখে প্রাণ কেঁদে যায়
সব কষ্ট করতে স্বীকার!
এখন তাদের সেবাই ধর্ম
হরিদাস টু সায়ন্তিকার।
যেই পালে তার লাগবে হাওয়া
আর পাবে কি পথের ধারে?
গোল্লাছুটের খেলার শেষে
সব পালাবে পগার পারে!
কাকে ছেড়ে কাকে জেতাই
কার তাতে আর আসবে যাবে!
পাড়ায় পাড়ায় খেলা গরম
এপাং ওপাং টুরু লাভে!
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।