পোর্টজিন

পোর্টজিনঃ এ সপ্তাহের নিবেদন দুই কবির চার কবিতা

Bengal Live পোর্টজিন সেজে উঠছে নানা স্বাদের সাহিত্য চর্চায়। কবিতা, ছোটগল্প, অনুগল্প, ব্যক্তিগত গদ্য ও রম্যরচনার সম্ভার নিয়ে হাজির প্রতি সপ্তাহে। এ সপ্তাহের নিবেদন দুই কবির চার কবিতা।

ন হন্যতে

শান্তনু পাত্র

রুগ্ন আত্মার তীব্র কান্নার ফোঁটা টুপটুপ
কাগজে কলমে…
আজন্ম শোকের বিষণ্ণ ছাই দিয়ে লেখা হয়
প্রকৃত কবিতা।
তবু জেনো,রেখে যাওয়া লাইন কিছু মৃত্যুঞ্জয় হবে একদিন।
জেগে উঠবে পঙক্তি তোমার মৃত্যুর পরে
ধীরে ধীরে…
এভাবেই বাঁচবে তুমি পুনরায়– ন হন্যতে হন্যমানে শরীরে।
হে তুরন্ত্ কবিযশপ্রার্থী! তক্তা ধরে
পেরেক মারার আগে আর একটু ভাবো…

সভ্য অসভ্য

শান্তনু পাত্র

একসমুদ্র চোখের জল বুকের ভেতরে পুষে
দামোদরের শুকনো চরে স্থির হয়ে
বসে আছেন যশুরে কই।

সভ্য আর অসভ্যের দোলাচলে
একটি ভারি বুট চেপে বসেছে গলায়…
বেরিয়ে আসছে জিভ,বিস্ফারিত চোখ,
শ্বাসরুদ্ধ প্রতিটি ভিসেরা…

ঝড় উঠেছে পশ্চিমে।
চুপিচুপি কে যেন বলে উঠছে “আমি আপনাকে লোকালয়ে পহুঁছাইয়া দিব ; আজ আমার কুটীরে অবস্থিতি করুন”

কেউ নেই,কেউ নেই ।ধূ ধূ দিকচক্রবালে
দমকা হাওয়ায় উড়ে যাচ্ছে ঈশ্বরের ‘আখ্যানমঞ্জরী’…

প্রেমের মন্ত্র ভুলে যায়

অজিত অধিকারী

বিসর্জনের চোরাপথে ঘোলাজল দোল খায়
এই পথে আর কতদূর যাওয়া যায়

এইতো আমার দেশ,প্রেমের মন্ত্র ভুলে যায়

কথা ছিল সুখী গৃহকোন
প্রেমের ফল্গু এক বয়ে যাবে আবহমান মানুষের বুকে

অথচ যারা এনেছিল ফসলের সংবাদ
তথাকথিত দ্বিচারী সম্ভাষনে
চারদিকে তারা দেখে মিথ্যের দানা ও জল

নিমখুন গুমখুন ব্যাধি ও সন্তাপ
ছোটে মুদ্দোফরাস

এইতো আমার দেশ প্রেমের মন্ত্র ভুলে যায়

ফুল

অজিত অধিকারী

যে আয়ু পর্দার আড়ালে কেবল মৃত্যুগান গায়
তার মর্ত্যহীন রেখারঙ তুমি চেনো নাকি

মানুষের দিকে তাকালে আমার খুব ভয়
মানুষ না জানি কত মন খারাপের গান গায়

তবু বীজ ধান বুনো তুমি জীবন ভূমির দুরন্ত কৃষক
ছোট ছোট বিদ্বেষ থেকেই ছোট ছোট ফুল হোক

Related News

Back to top button