পোর্টজিন
আদিম – পুনম বোস
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
মেঘবারির প্রচ্ছন্ন রামধনু যে বার্তা প্রতিভাত করে সেই অনিবার্য অপেক্ষা বেশ অনুমেয়
খন্ড ও চূর্ণ মেঘ হয়ত জানে না তার বুকেও জমে উঠতে পারে অপাংতেয় ধুলো ও নির্জীব গহব্বর………..
অবেলার মৌসুমি কি কখনো বয়ে নিয়ে আসে অসমাপ্ত উপন্যাসের নিখুঁত সার অথবা অব্যর্থ সংঘাত!
অনাহূত দ্ব্যর্থ অনুকম্পায় হাঁপর কাটে আহ্নিক গতি
পৃথিবী যেমন অদৃশ্য তীক্ষ্ণ বাজ প্যারাসুটে নামাতে পারে ঐ দুর্জ্ঞেয় অস্তিত্বের ঘনত্ব
তাই কি নেমে আসে গভীর অরণ্য শরীরে ঐ আদিম দানবীয় ক্ষুধার প্রদর্শনী ——————
প্রেক্ষাপটে পড়ে আছে পোড়া আসবাব, নখ টুকরো প্রত্যঙ্গ
অবেলার মেঘে মেঘে যে ঘর্ষণ সেখানে আর কোনো সুস্পষ্ট বার্তা বয়ে নিয়ে আসে না উত্তরণের সংকেত
উন্মুক্ত আকাশে ফোটে না অনন্তের বাহার,
ওঠে না নিথর রাতের সূর্য, ইথারের আস্তরণ এবং কুয়াশা মেঘে জমা থাক শুধু অসূর্যম্পশ্যা হিম নক্ষত্র এবং দানবীয় বীজ।।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।