পোর্টজিন
“জগত জননী” লিখেছেন রাখী সাহা সরকার
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
মাটিকে দেখ কি সুন্দর বেঁধে বেঁধে থাকে
তাকে আলগা করো না বরং বেশি গাছ লাগাও ।
একদিন মানুষ সত্যম শিবম সুন্দরম্ আত্মস্থ করবে
ধরিত্রী মা কে আর কষ্ট দিবে না কংক্রিটের কাঁটায় ।
ক্ষতবিক্ষত হয় মায়ের শরীর বড্ড কষ্ট হয় মায়ের
সুজলাং সুফলাং মা থাক শ্যামল ঘন ছায়ে নিজ ছন্দে ।
তাকে গভীর খনন করে করে মাটির বাঁধন নষ্ট নয়
জঠর জ্বালা সইতে হচ্ছে বহুকাল সহ্যের সীমা অতিক্রান্ত ।
এবার এসেছে সময় ভাববার চলো পাল্টাই
মা ভালো থাকলেই সন্তানেরা ভালো থাকবেই ।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।