পোর্টজিন

বন্ধ্যা নারী – মহ: মোতাহারুল হক

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
sunday online bengali literature

সংসার জীবন মানে স্বামী-স্ত্রীর মেল বন্ধন ঠিক যেমন- তালা চাবির সম্পর্ক।
মা জননীর কোলে এক, দুটি সন্তান থাকলে বেশি সুখী হয় দাম্পত্য জীবন।
চাঁদের অলোর মতো আলোকিত হয়,
কিন্তু সমাজ ঘরে কত নারী আছে যাদের আশায় আশায় দিন কেটে গেছে তবুও তারা নিসন্তান ।
হৃদয় খানা হয়তো ব্যথিত, ধড়ফড় করে বুক,
কখনো কখনো আঁখি বেয়ে ঝরে পড়ে অশ্রু!
ডাক্তার, কবিরাজ যা আছে কারো কাছে যেতে
বাকি নেই।
কতো ওষুধ খেয়েও ফল কিছুতেই পাওয়া যায়নি।
টাকার কথা যদি বলো লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে গেছে,
তাতে কি হয়েছে?
আফসোস নেই মোটেই, নেই অশান্তি
টাকা গেছে জীবনতো যায়নি ?
সবচেয়ে বড়ো কথা হলো সন্তানের আকাঙ্ক্ষা সুঁচের মতো মারে খোঁচা।
বেশি না একটি সন্তান পেলেও খালি বুক খান ভরে যেতো, জীবন সার্থক হতো।
সেটা আর ভাবা যায় না যৌবন পেরিয়ে বার্ধক্য আসার উপক্রম।
তবুও বন্ধ্যা নারী যেনো তার হৃদয়ে শিশুর মা মা কন্ঠস্বর শুনতে পায়।
সেই স্বপ্ন যেনো বাস্তব নয়
ঘুমন্ত মানুষের স্বপ্ন দেখার মতো
এই ভাবে বন্ধ্যা নারী একদা
নিয়তির কাছে পরাজয় মেনে নেয়।
সন্তান না পাওয়ার চরম বেদনা অন্তরে গেঁথে নিয়ে পরকালে গমন করে।
খুঁজে পায় যেনো স্বর্গীয় স্থান। যেখানে কিনা সন্তান না হওয়ার বেদনা স্পর্শ করতে পারে না।

 

কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।

Related News

Back to top button