রায়গঞ্জ

কৃষি বিলের বিরুদ্ধে ইটাহারে জোটবদ্ধ আন্দোলন কংগ্রেস ও বামপন্থী কৃষক সভার

দিল্লীতে কৃষকদের আন্দোলনকে সমর্থন ও সহমর্মিতা জানাতে পশ্চিমবঙ্গেও জোটবদ্ধ হচ্ছে বিভিন্ন কৃষক সংগঠন। মঙ্গলবার কংগ্রেস ও বামপন্থী কৃষক সংগঠনগুলি সম্মিলিতভাবে ইটাহার চৌরাস্তা মোড়ে অবস্থান কর্মসূচির মাধ্যমে সোচ্চার হল কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে।

 

Bengal Live ইটাহারঃ দিল্লির কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে ইটাহারে কৃষক সমাবেশ। সারা ভারত কৃষক সভার ডাকে মঙ্গলবার ইটাহারের চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষক সভার রাজ্য নেতা শ্রীকুমার মুখার্জী। কৃষক আন্দোলনের সমর্থনে এদিন বক্তব্য রাখেন আর এসপির জেলা সম্পাদক আনন্দ বিহারী বসাক, সিপিআইএম ইটাহার এরিয়া কমিটির সম্পাদক সমর সরকার, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কামরুল হক সহ অন্যান্যরা।

মূলতঃ কেন তিন বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে রাজধানীর বুকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা সেই বিষয়টিই এদিন সমাবেশে তুলে ধরেছেন বাম ও কংগ্রেসের বক্তারা৷ সমাবেশের মূল বক্তা শ্রীকুমার মুখার্জী এদিন বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে একহাত নেন৷ কেন কৃষি আইন বাতিলের দাবিতে সোচ্চার হয়েছেন সারা দেশের কৃষকরা সেই কথা বোঝানোর পাশাপাশি কৃষক আইন সহ মোদী সরকারের মিথ্যাচারের বিরোধীতা কেন তৃণমূল কংগ্রেস করছে না তা নিয়েও বক্তব্য রাখেন শ্রীকুমার মুখার্জী।

Related News

Back to top button