রায়গঞ্জ

২১ শে জুলাইকে সামনে রেখে জেলাজুড়ে একগুচ্ছ পরিকল্পনা যুব তৃণমূলের

NBlive রায়গঞ্জঃ ২১ শে জুলাই-কে সামনে রেখে জেলা জুড়ে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করল উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার জেলা পরিষদের নজরুল সভাকক্ষে যুব তৃণমূল কংগ্রেসের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি গৌতম পাল, সহ সভাপতি অর্ণব মন্ডল, জেলা পরিষদের  সহ সভাধিপতি পূর্ণেন্দু দে সহ শহর ব্লকের অন্যান্য নেতৃত্ব।

বৈঠক শেষে জেলা তৃণমূল সভাপতি গৌতম পাল বলেন, আগামী ১৫ জুলাই পর্যন্ত শহীদ দিবসকে সামনে রেখে জেলা জুড়ে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শহীদ দিবস সামনে রেখে জেলার প্রতিটি ব্লকে, হাটে-বাজারে সুসজ্জিত মিছিল করা হবে। পাশাপাশি রক্তদান শিবির ও ব্লকে ব্লকে ফুটবল ম্যাচ আয়োজন করা হবে। কলকাতার মিছিলকে সাফল্যমণ্ডিত করতেই জেলাজুড়ে এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।

Related News

Back to top button