রায়গঞ্জ

৩৭০ বাতিল, এখন চাইলেই কাশ্মীরে জমি কিনে ভূস্বর্গের বাসিন্দা হতে পারেন

কাশ্মীরে এবার থেকে দেশের মানুষ সম্পত্তি ক্রয় করতে পারবে। ৩৭০ ধারা বাতিল হওয়ার সাথে সাথে ১৯৭৬ সালের ভূমি সংস্কার আইনও এদিন বাতিল হয়েছে। এবং সেখানকার স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য কাশ্মীর সরকারের পৃথক কোনও অনুমোদনের আর প্রয়োজন পড়বে না।

Bengal Live ওয়েব ডেস্কঃ কাশ্মীর নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রের । ৩৭০ ও ৩৫ এ ধারার বিলুপ্তি ঘটিয়ে জম্মু কাশ্মীর ও লাদাখকে দুটি পৃথক কেন্দ্র শাষিত অঞ্চলে ভাগ করে দিল কেন্দ্র। সোমবার রাজ্যসভার অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩৭০ ধারা বাতিলের প্রস্তাব দেন। এই সংক্রান্ত বিলে সইও করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ৩৭০ ধারা বাতিল হওয়ার সাথে সাথেই তার সাথে যুক্ত থাকা ৩৫এ ধারাও বাতিল হয়ে যায় এদিন। এরফলে, এদিন থেকে বিশেষ মর্যাদা হারালো কাশ্মীর।

৩৭০ ধারা থাকার কারণে এতদিন বিদেশ, নিরাপত্তা, অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা ছাড়া অন্য কোনও আইন সংসদে পাশ হলেও তা সরাসরি কাশ্মীরে লাগু হতো না। রাজ্য সরকারের অনুমতি মিললেই একমাত্র আইন লাগু করা যেতো। এবার থেকে সংসদে পাশ হওয়া সব আইন দুই কেন্দ্র শাষিত অঞ্চলে লাগু হবে।

নাগরিক অধিকার আইনও ছিল পৃথক। একই অপরাধে পৃথক শাস্তি পেত কাশ্মীরের বাসিন্দারা। তবে এখন থেকে গোটা দেশের আইনই কায়েম হচ্ছে এই দুই কেন্দ্র শাষিত অঞ্চলে। পাশাপাশি বাতিল হলো কাশ্মীরবাসীর দ্বৈত নাগরিকত্ব।

কাশ্মীরের পৃথক পতাকা থাকায় দেশের জাতীয় পতাকার সাথে কাশ্মীরের নিজস্ব পতাকাও উত্তোলন করা হতো। এখন থেকে শুধু মাত্র দেশের জাতীয় পতাকাই ব্যবহৃত হবে ভূস্বর্গে। ৩৭০ ধারা রদ হয়ে যাওয়ার কারণে সরকারি চাকরির ক্ষেত্রে কাশ্মীর বাসির জন্য কোনও সংরক্ষণ থাকলো না। কাশ্মীরের বিধানসভার মেয়াদ ছয় বছর থেকে কমে পাঁচ বছরে দাঁড়ালো।

এছাড়াও কাশ্মীরে এবার থেকে দেশের মানুষ সম্পত্তি ক্রয় করতে পারবে। ৩৭০ ধারা বাতিল হওয়ার সাথে সাথে ১৯৭৬ সালের ভূমি সংস্কার আইনও এদিন বাতিল হয়েছে। এবং সেখানকার স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য কাশ্মীর সরকারের পৃথক কোনও অনুমোদনের আর প্রয়োজন পড়বে না।

এক নজরে দেখে নিন ৩৭০ ও ৩৫এ ধারা রদ হওয়ার পর ট্যুইটারে কে কী বললেনঃ

Related News

Back to top button