আচমকা আগুন, ভস্মীভূত গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি, চাঞ্চল্য রূপাহারে
আচমকা চলন্ত গাড়িতে আগুন৷ রান্নার গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে আগুন লেগে যাওয়ায় আতঙ্ক বাসিন্দাদের।
Bengal Live রায়গঞ্জঃ গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়িতে আচমকা আগুন লেগে বিপত্তি ৩৪ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও রায়গঞ্জ থানার পুলিশ৷ জাতীয় সড়কের উপর গ্যাসের গাড়িতে আগুন লেগে যাওয়ার কারণে দীর্ঘক্ষণ যানচলাচল ব্যহত হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জ থানার রূপাহার এলাকায়।
বিধায়ক কৃষ্ণ কল্যানীর অভিনব উদ্যোগ “সমাধান”
জানা গেছে, পানিশালার ভারত গ্যাসের প্ল্যান্ট থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার বোঝাই করে রওনা দেয় একটি ছোট হাতি গাড়ি। ইটাহারের অভিমুখে যাওয়ার পথে রূপাহারে আচমকা গাড়িতে আগুন লেগে যায়। ঘটনায় কেউ আহত না হলেও, গাড়ির আগুন ছড়িয়ে পরে জাতীয় সড়কের ধারে স্তুপ করে রাখা খড়ের গাদায়। এদিকে আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় রায়গঞ্জ দমকল বাহিনীকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ৷ বেশ কিছুক্ষণের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের দুটি ইঞ্জিন।