রায়গঞ্জ

বেলা ১’টার মধ্যেই প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ ভোট দিলেন কালিয়াগঞ্জে

শান্তিপূর্ণ ভাবেই ভোট চলছে বলে এখনও খবর। সকাল ৭টা থেকে শুরু হয়েছে রাজ্যের তিন বিধানসভা এলাকায় উপনির্বাচন। বেলা যত বাড়ছে ভোটদানের সংখ্যাও তত বাড়ছে। বেলা ১’টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে জানালো নির্বাচন কমিশন।

Bengal Live ওয়েব ডেস্কঃ বেলা ১’টা পর্যন্ত কালিয়াগঞ্জ বিধানসভায় ভোট দানের হার ৪৯.৭০ শতাংশ। করিমপুর ও খরগপুর সদর বিধানসভা কেন্দ্রে ১ টা পর্যন্ত ভোট দানের হার যথাক্রমে ৫০.৫০ ও ৪৩.৮০ শতাংশ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা পর্যন্ত কালিয়াগঞ্জে ভোট পড়েছিল ১৪.১৩ শতাংশ। করিমপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছিল ১৪.৭১ শতাংশ৷ খরগপুর সদরে ভোট পড়েছিল ১২.৬০ শতাংশ।

বেলা ১১’টা পর্যন্ত কালিয়াগঞ্জ বিধানসভায় ভোট দানের হার ৩১.২৫ শতাংশ। করিমপুর ও খরগপুর সদর বিধানসভা কেন্দ্রে ভোট দানের হার যথাক্রমে ৩১.২৫, ২৮.০২ শতাংশ।

Related News

Back to top button