রায়গঞ্জ

পুনরায় রেল পরিষেবা শুরুর দাবিতে রায়গঞ্জে ডেপুটেশন দিল এবিটিএ

দীর্ঘদিন থেকে বন্ধ রেল পরিষেবা। সমস্যায় সাধারণ মানুষ। ট্রেন পরিষেবা চালুর দাবিতে স্মারকলিপি এবিটিএ-র।

 

Bengal Live রায়গঞ্জঃ রাধিকাপুর – কাটিহার লোকাল ট্রেন পুনরায় চালু করা সহ সাত দফা দাবিতে রায়গঞ্জ রেল স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি প্রদান করল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। মঙ্গলবার বেলা ৫ টা নাগাদ রায়গঞ্জ স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি প্রদান করেন এবিটিএ-এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক বিপুল মৈত্র।

করোনার জেরে লকডাউন, আর তারপর থেকেই দেশজুড়ে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বন্ধ রাধিকাপুর – কলকাতা এক্সপ্রেস, রাধিকাপুর – কাটিহার লোকাল ট্রেন, রাধিকাপুর – শিলিগুড়ি ডেমু সহ অন্যান্য ট্রেন গুলি। প্রায় বছর খানেক সময় ধরে ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ থাকায় ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে জেলার বাসিন্দাদের। রাধিকাপুর – কলকাতা এক্সপ্রেস ট্রেন পরিষেবা স্পেশাল ভাবে চালু হলেও শুরু হয়নি অন্যান্য পরিষেবা।

এদিন রায়গঞ্জ স্টেশন ম্যানেজারের কাছে সাত দফা দাবিতে স্মারকলিপি জমা দেয় এবিটিএ। সংগঠন সূত্রে জানা গেছে, কলকাতা দিনের ট্রেন, শিলিগুড়ি ডেমু ট্রেন চালু করার দাবি তোলা হয়েছে এদিন। পাশাপাশি রাধিকাপুর – কাটিহার লোকাল ট্রেন পরিষেবাও এদিন চালু করার দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

Related News

Back to top button