রায়গঞ্জ

বিপদ বুঝে বিজেপির সাথেই জুড়বে মমতা বন্দ্যোপাধ্যায় – অধীর চৌধুরী

বাংলায় বিজেপির শক্তিবৃদ্ধির মূলে মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৯ সালের সমঝোতার কথা তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর কটাক্ষ অধীর চৌধুরীর।

স্বাদ বদলাতে বানান লাউয়ের পায়েস। জেনে নিন পদ্ধতি।

Bengal Live কালিয়াগঞ্জঃ কালিয়াগঞ্জে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রভাস সরকারের সমর্থনে জনসভা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুক্রবার নাট মন্দির সংলগ্ন মাঠে জনসভায় বক্তব্য রাখেন অধীর চৌধুরী৷ আগামীতে সংযুক্ত মোর্চাই পশ্চিমবঙ্গ সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেন অধীর চৌধুরী। পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অধীর চৌধুরী বলেন, বিপদ বুঝে পুরানো বন্ধু বিজেপির সাথেই জুড়বে মমতা। নিজেকে বাঁচাতে, ভাইপোকে বাঁচাতে বিজেপির কাছে আত্মসমর্পণ করবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

শুক্রবার কালিয়াগঞ্জে ও ইসলামপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে উত্তর দিনাজপুর জেলায় আসেন অধীর রঞ্জন চৌধুরী। কালিয়াগঞ্জ নাট মন্দির সংলগ্ন মাঠে জনসভায় উপস্থিত হন তিনি। সভায় হাজির ছিলেন রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল সহ অন্যান্যরা।

ক্যান্সার প্রতিরোধে সক্রিয় ভূমিকা পেঁয়াজের, জানুন পেঁয়াজের গুনাবলী ও পার্শ্বপ্রতিক্রিয়া

সভায় বক্তব্য রাখতে গিয়ে অধীর চৌধুরী বলেন, সংযুক্ত মোর্চাই পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে। কারোর দয়া, ভিক্ষা নিয়ে নয়, মানুষের আর্শিবাদ নিয়েই সরকার গঠন করবে সংযুক্ত মোর্চা।

১৯৯৯ সালে বাংলায় তৃণমূল বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছিল। বাংলায় বিজেপির শক্তিবৃদ্ধির মূলে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ হলে সবথেকে আগে বিজেপির সাথেই জুড়বে। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস বিপদ বুঝে সোনিয়া গান্ধির সাথে যোগাযোগ করছে, এটা আমাদের রাজনৈতিক জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরাজয়।

নির্বাচন পরবর্তী সময়ে তৃণমূলের সাথে সংযুক্ত মোর্চার নয় বিজেপির সমঝোতা বাড়বে, কারণ বিজেপির সাথে তৃণমূলের পুরানো দোস্তি বলে এদিন কটাক্ষ করেন অধীর চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাঁচাতে, ভাইপোকে বাঁচাতে আগামীতে বিজেপির কাছে আত্মসমর্পণ করবে বলেও মন্তব্য করেন এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি।

বাড়ীতেই রেস্তোরাঁর স্বাদে রেড চিকেন! রইল রেসিপি।

Related News

Back to top button