রায়গঞ্জ

ফের চুরির অভিযোগ রায়গঞ্জে

লকডাউনের সুযোগে আবারও চুরির অভিযোগ রায়গঞ্জে। দিন কয়েক আগেই কাশিবাটি এলাকায় চুরির ঘটনা ঘটেছিল।

Bengal Live রায়গঞ্জঃ লকডাউনের সুযোগে আবারও চুরির অভিযোগ রায়গঞ্জে। শহরের অশোকপল্লীতে এবার উঠল দুঃসাহসিক চুরির অভিযোগ। গৃহকর্তার অনুপস্থিতির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা চুরি করে চম্পট দিয়েছে বলে জানা গেছে। ঘটনা জানাজানির পর এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, লকডাউন লাগু হওয়ার আগেই দুর্গাপুরে মেয়ের বাড়িতে গিয়েছিলেন গৃহকর্তা পরিতোষ পাল। এরপর দেশজুড়ে লগডাউন জারি হওয়ার কারণে বিগত প্রায় এক মাস থেকে সেখানেই আটকে রয়েছেন তিনি ও তাঁর পরিবার। এই সুযোগেই দুষ্কৃতীরা চুরি করে পালিয়েছে বলে অভিযোগ। নগদ টাকা সহ সোনার অলঙ্কার খোয়া গিয়েছে বলে পরিতোষ বাবুর পরিজনেরা জানিয়েছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে দিন কয়েক আগেই রায়গঞ্জের কাশিবাটি এলাকাতেও একইভাবে চুরির ঘটনা ঘটে। লকডাউনের সুযোগ নিয়ে ফাকা বাড়িতে ঢুকে চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। সেই ঘটনার সাথে যুক্তদের এখনও খোঁজ মেলেনি। এদিকে করোনা আতঙ্কের মাঝে চোরেদের দৌরাত্ম্যে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে বাসিন্দাদের মধ্যে।

Related News

Back to top button