রায়গঞ্জ

বিজেপির বিভেদ সৃষ্টিকারী কালা কানুন মানছি না — বিধায়ক অমল আচার্য

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইটাহারেও তৃণমূলের সারাদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ। NRC ও CAA-এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার ইটাহার ব্লকের ১২ টি অঞ্চলের মানুষ।

Bengal Live ইটাহারঃ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার ইটাহারেও NRC ও CAA-এর বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেস। এদিন ইটাহার চৌরাস্তা মোড়ে উল্কা ক্লাব প্রাঙ্গনে ধরনায় বসেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। এদিন ইটাহার ব্লকের ১২ টি অঞ্চলের তৃণমূল নেতা-কর্মীরা সামিল হন ধরনা আন্দোলনে।

সকাল ১০ টা থেকে শুরু হয় তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ চলে বিকেল ৫ টা পর্যন্ত। এদিনের অবস্থান বিক্ষোভে প্রথম থেকেই উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্য, দলের জেলা কো-অর্ডিনেটর তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অমিত গাঙ্গুলি, বর্ষীয়ান তৃণমূল নেতা নাজমুল হোসেন, মোহম্মদ ইসরাইল, ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ, দলনেতা নজিবর রহমান, শিক্ষা কর্মাধ্যক্ষা পম্পা চৌধুরী প্রমুখ।

বিধায়ক অমল আচার্য বলেন, “আমাদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাবেই বলে দিয়েছেন, এ রাজ্যে NRC ও CAA লাগু হতে দেবেন না। NPR-এর কাজও বন্ধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অতএব চিন্তার কোনও কারণ নেই। কেউ আতঙ্কিত হবেন না। তবে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের এই বিভেদ সৃষ্টিকারী কালা কানুনের বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা এই কালা কানুন মানি না। আন্দোলনের মাধ্যমেই আমরা কেন্দ্রীয় সরকারকে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য করব। রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন। তাহলেই এ রাজ্যে NRC ও CAA ঠেকানো সম্ভব হবে।”

Related News

Back to top button