মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি রায়গঞ্জে
ফের চুরি রায়গঞ্জে। সাটার কেটে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দেবীনগর এলাকায়।
Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ শহর ও শহর সংলগ্ন এলাকায় একের পর এক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। রবিবার ভোররাতে রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। দোকানের সাটার ভেঙে প্রায় দেড় লক্ষাধিক টাকার মোবাইল ও অন্যান্য সামগ্রী চুরি করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। দেবীনগরের পাশাপাশি শ্যামপুরেও একটি চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
দেবীনগরের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুজয় দাস জানিয়েছেন, এলাকার সিসিটিভি ফুটেজ দেখে জানা গিয়েছে রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ দুষ্কৃতীরা তাঁর দোকানের সাটার ভেঙে মোবাইল সহ অন্যান্য সামগ্রী এবং নগদ টাকা চুরি করে চম্পট দেয়। রায়গঞ্জ থানায় পুরো বিষয়টি জানিয়ে ঘটনার তদন্তের দাবি করেছেন সুজয় বাবু। ব্যবসায়ীর অনুমান, বেকারত্ব ও নেশাগ্রস্তদের বাড়বাড়ন্তের কারণেই এই চুরির ঘটনা ঘটেছে। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।