রায়গঞ্জ

তৃণমূলে ফিরতে চেয়ে চিঠি অমলের

নির্বাচনের দিন কয়েক আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য। চৌরাস্তা মোড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগরে পদ্ম শিবিরে নাম লিখিয়েছিলেন তিনি।

 

Bengal Live রায়গঞ্জঃ তৃণমূল কংগ্রেসে ফিরতে চেয়ে রাজ্য নেতৃত্বকে চিঠি দিলেন ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অমল আচার্য। পার্থ চ্যাটার্জি, সুব্রত বক্সি, অভিষেক ব্যানার্জীকে চিঠি দিয়ে দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি বলে জানা গেছে। চার নেতা-মন্ত্রীকে সিবিআই-এর গ্রেপ্তার করার ঘটনাটিকে মানতে না পেরেই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অমল আচার্য বলে সূত্রের খবর।

বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে না পেরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দল ত্যাগ করেছিলেন অমল আচার্য। গত সাত এপ্রিল ইটাহার চৌরাস্তা মোড়ে রায়গঞ্জ, বালুরঘাটের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী ও সুকান্ত মজুমদারের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নিয়েছিলেন অমল বাবু। দলবদল করেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এদিকে নির্বাচনের দিন কয়েক আগে পদ্ম শিবিরে যোগ দিলেও অমল বাবুকে প্রার্থী করেনি বিজেপি। নেতৃত্বের একাংশের পছন্দের তালিকায় থাকলেও মূলত ইটাহার বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা কর্মীদের বিরোধীতার জেরেই দল অমল আচার্যকে প্রার্থী করেনি বলে খবর।

এদিকে ইটাহার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন জয় লাভ করায় ইটাহারের রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে উঠছিলেন অমল আচার্য। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, প্রাসঙ্গিকতা হারানোর আগেই তাই ফের একবার তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাইছেন অমল আচার্য। তবে প্রাক্তন বিধায়কের প্রস্তাবে দল রাজি হয় কিনা এখন সেদিকেই নজর সকলের।

উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, আমার এই বিষয়ে কিছু জানা নেই।

Related News

Back to top button