রায়গঞ্জ

শরিকী সংঘর্ষে জখম মাধ্যমিক পরীক্ষার্থী, পরীক্ষা দিল রায়গঞ্জ মেডিক্যাল কলেজে

শরিকী সংঘর্ষে জখম মাধ্যমিক পরীক্ষার্থী আকবর আলি। শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ার কারণে মঙ্গলবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজে বসেই বাংলা পরীক্ষা দিল সে।

Bengal Live রায়গঞ্জঃ কানে গুরুতর ক্ষত নিয়ে হাসপাতালের বিছানাতে শুয়েই জীবনের প্রথম বড় পরীক্ষায় বসল ইটাহারের আকবর আলি। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই বাংলা পরীক্ষা দিল সে। শরিকী বিবাদের জেরে কানে ধারালো অস্ত্রের কোপে আহত হয়ে রবিবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয় আকবর৷ মঙ্গলবার পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ার কারণে হাসপাতালেই এদিন পরীক্ষায় বসতে হয় আকবর আলিকে।

আকবর আলির পরিবারের অভিযোগ, গত রবিবার আচমকাই আকবরের বাবা মহিবুর আলির উপর তার খুড়তুতো ভায়েরা হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে মাথা কেটে যায় মহিবুরের। বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখে ছেলে আকবর বাড়ির বাইরে বেরিয়ে এলে তাঁকেও আঘাত করা হয় বলে অভিযোগ। তার কান কেটে যায়। ইটাহার থানায় ঘটনার বিবরণ দিয়ে লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে বাবা ও ছেলেকে ভর্তি করা হয়। সেখানেই চলছে দুইজনের চিকিৎসা।

Related News

Back to top button