রায়গঞ্জ

বিশ্বসেরা ইটাহারের আনিসা, কিক বক্সিং চ্যাম্পিয়ন মেয়ের সাফল্যে গর্বিত দেশ

কিক বক্সিং প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন ইটাহারের ডিপিএস স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী আনিসা আলি। শনিবার দুবাইতে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় শ্রীলঙ্কার প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আনিসা।

Bengal Live ইটাহারঃ সোনার মুকুট বাংলার মাথায়। শুধু বাংলা কেন, বলা ভাল দেশের মাথায়। আন্তর্জাতিক কিক বক্সিং প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন ইটাহারের আনিসা আলি। আনিসা ইটাহারের দুর্গাপুর পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। শনিবার দুবাইতে প্রতিপক্ষ শ্রীলঙ্কার প্রতিযোগীকে পরাস্ত করে কিক বক্সিংয়ে বিশ্ব সেরা হয় আনিসা।

আনিসার এই সাফল্যে খুশির জোয়ার তার স্কুল সহ গোটা জেলায়। আনিসার বাবা দানেশ আলি পেশায় ব্যবসায়ী। ইটাহারের চেকপোস্টে তাঁর দোকান। ছোট থেকেই মেয়েকে একটু অন্য ধাঁচে তৈরি করতে চেয়েছেন দানেশ। মেয়েকে ভর্তি করেন দুর্গাপুর পাবলিক স্কুলে। সেখানেই আনিসার কিক বক্সিংয়ে প্রশিক্ষণ। পর্যায়ক্রমে চ্যাম্পিয়ন হতে হতে রাজ্য ও দেশের গণ্ডি পেরিয়ে আনিসা পৌঁছে যায় বিশ্ব দরবারে। সেখানেও একাধিক দেশকে হারিয়ে সোনার মেডেল জিতে নেয় ও বিশ্ব চ্যাম্পিয়ন হয়।

দানেশ আলি বলেন, “আমি গতকালই খবর পেয়েছি, দুবাইতে কিক বক্সিং প্রতিযোগিতার বিশ্ব মঞ্চে আনিসা চ্যাম্পিয়ন হয়েছে। মেয়ের এই সাফল্যে ভীষণ ভাল লাগছে। আমি গর্বিত। ওর নিজের জেদ ও অদম্য মনের জোরেই পৃথিবীর সব দেশকে হারিয়ে সেরার মুকুট ছিনিয়ে নিতে পেরেছে। ওকে এই পথ দেখানোর জন্য ওর স্কুল কর্তৃপক্ষ ও প্রশিক্ষকের প্রতি আমি কৃতজ্ঞ।”

Back to top button