রায়গঞ্জ

তৃণমূল পঞ্চায়েত সদস্যকে খুনের চেষ্টা উত্তর দিনাজপুরে

তৃণমূল পঞ্চায়েত সদস্যকে খুনের চেষ্টা উত্তর দিনাজপুরে

Bengal Live রায়গঞ্জঃ তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার মহুয়া গ্রামপঞ্চায়েত এলাকার মোতিলাল গ্রামে। গুলিবিদ্ধ গুরুতর জখম পঞ্চায়েত সদস্য ভুটু আলমকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ভুটু আলমের বাড়ির জানালার ফাঁক দিয়ে গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ভুটু আলম।

গুলি ভুটু আলমের পায়ে লাগে। পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য ভুটু আলমের দাবী, বিগত পঞ্চায়েত নির্বাচনে বিরোধী জোটের লোকেরা তাঁর কাকার ছেলে কালিমুদ্দিনকে গুলি করে হত্যা করেছিল। সেই খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই মামলা প্রত্যাহার করার জন্যই এই হামলা বলে মনে করছেন ভুটু আলম।

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

Related News

Back to top button