তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা রায়গঞ্জে

বৃহস্পতিবার দিনই দশ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।
Bengal Live রায়গঞ্জঃ রাজ্যের পাশাপাশি রায়গঞ্জেও আজ থেকে শুরু হল তৃণমূলের “বঙ্গধ্বনি” যাত্রা। শুক্রবার রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হয় এই যাত্রার। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস, উপ-পুরপতি অরিন্দম সরকার, রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ সহ শীর্ষ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিন মিছিলের নেতৃত্ব দেন।
এদিন মিছিলটি রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে এসে শেষ হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক দশকের রিপোর্ট কার্ড রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়াই মূলত “বঙ্গধ্বনি” যাত্রার মূল উদ্দেশ্য। এই যাত্রা চলবে আগামী ১০ দিন ধরে। প্রত্যেকটি বিধানসভা ছাড়াও ব্লক স্তর, পঞ্চায়েত স্তরে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।