তৃণমূল ও বিজেপির দুই প্রধানকে কাঠগড়ায় দাঁড় করালেন দুই বিডিও
তৃণমূল ও বিজেপির দুই প্রধানকে কাঠগড়ায় দাঁড় করালেন দুই বিডিও
Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার দুই গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থানায়। রায়গঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেস পরিচালিত বিন্দোল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বিডিও। অপর দিকে কালিয়াগঞ্জ ব্লকের বিজেপি পরিচালিত বরুণা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন কালিয়াগঞ্জের বিডিও। দুই রাজনৈতিক দলের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হওয়ায় শোরগোল শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।
বিন্দোল গ্রাম পঞ্চায়েত প্রধান লায়লা খাতুনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বেশ কিছুদিন আগেই। স্থানীয় বাসিন্দা ও এলাকার বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা এই নিয়ে আন্দোলনও করেছেন। রায়গঞ্জে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখান বিন্দোলনের বাসিন্দারা। এরপরেই উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করেন লায়লা খাতুনকে। জানা গেছে, রায়গঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক থানায় প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন।
এদিকে কালিয়াগঞ্জ ব্লকের বিজেপি পরিচালিত বরুণা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন বিডিও। ১০০ দিনের কাজে পুকুর খনন ও স্কুলের একটি মাঠ উঁচু করার কাজে আর্থিক তছরুপ হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রধান রিনাবালা দেবশর্মার বিরুদ্ধে।
দুর্নীতির অভিযোগ ওঠার পরেই দল থেকে বিন্দোল পঞ্চায়েত প্রধানকে বহিষ্কার করেছে তৃণমূল। শাসক দলের জেলার নেতাদের দাবী, দুর্নীতির সাথে যেই যুক্ত থাকুক না কেন পুলিশ ও প্রশাসন সঠিক তদন্ত করবে। এদিকে বিজেপির জেলা নেতাদের দাবী, রাজনৈতিক চক্রান্ত করেই বরুণা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।
এদিকে কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় দুর্নীতির অভিযোগ দায়ের হওয়ার শোরগোল পড়েছে জেলার রাজনৈতিক মহলে।