রায়গঞ্জ

ইটাহারে বিসর্গর উদ্যোগে অনলাইন রবীন্দ্র জয়ন্তী উদযাপন

বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। তারই মাঝে বিশ্বকবির স্মরণ। বিসর্গর উদ্যোগে অনলাইন রবীন্দ্র জয়ন্তী উদযাপন ইটাহারে। সফল প্রতিযোগীদের পরিবেশনা সংশ্লিষ্ট সাংস্কৃতিক সংস্থার ফেসবুক পেজে আপলোড করে দেখানোর পাশাপাশি পুরস্কৃতও করা হবে।

Bengal Live রায়গঞ্জঃ বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। তারই মাঝে বিশ্বকবির স্মরণ। মঞ্চ বেঁধে নয়, প্রেক্ষাগৃহেও নয়। সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখতে সোশ্যাল মিডিয়ার মঞ্চেই বরণ করা হল প্রাণের রবীন্দ্রনাথকে। লকডাউনের কারণে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অনলাইন রবীন্দ্র জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছিল ইটাহারের সাংস্কৃতিক সংস্থা “বিসর্গ”।

সংস্থার তরফে জানানো হয়েছে, লকডাউনের জন্য যেকোনো জমায়েত নিষিদ্ধ রয়েছে। তাই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে অনলাইনে রবীন্দ্রজয়ন্তী উদযাপনের ভাবনা মাথায় আসে তাঁদের। প্রতিযোগীরা গত দুই সপ্তাহ ধরে বাড়ি থেকেই নিজ নিজ পরিবেশনা যেমন–রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র কবিতা আবৃত্তি, বসে আঁকোর ভিডিওগ্রাফি করে পাঠিয়েছিল আয়োজক সংস্থার কাছে। এরপর ঘরে বসেই সেই ভিডিও দেখে বিচারকরা বিচার করেন। আজ সেই প্রতিযোগিতার ফল ঘোষণা। সফল প্রতিযোগীদের পরিবেশনা সংশ্লিষ্ট সাংস্কৃতিক সংস্থার ফেসবুক পেজে আপলোড করে দেখানোর পাশাপাশি পুরস্কৃতও করা হবে। একইসঙ্গে বেঙ্গল লাইভ নিউজ পোর্টাল এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হওয়ায় সফল প্রতিযোগীদের পরিবেশনা দেখানো হবে বেঙ্গল লাইভের ফেসবুক পেজেও।

সংস্থার অন্যতম কর্ণধার অভিজিৎ চৌধুরী বলেন, “আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। দীর্ঘদিন ধরে COVID-19 ভাইরাস প্রতিরোধে চলা লকডাউনে সকলেই গৃহবন্দী। এই কঠিন সময়ের মাঝেও আমরা সকল সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে এক টুকরো ভিন্ন স্বাদের সাংস্কৃতিক পরিমণ্ডলের আবহ সৃষ্টিতে উদ্যোগী হয়েছিলাম। সংস্কৃতিপ্রেমী মানুষের জন্য অনলাইনের সহায়তায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরে বসেই আনন্দ উদযাপনের জন্য আয়োজন করেছিলাম “কবিপ্রণাম ১৪২৭”। মিডিয়া পার্টনার হিসেবে সামিল হওয়ার জন্য বেঙ্গল লাইভকে ধন্যবাদ।”

Related News

Back to top button