রায়গঞ্জ

এবছর উত্তর দিনাজপুরে যাঁরা পেলেন বিশ্ববাংলা শারদ সম্মান

বিশ্ববাংলা শারদ সম্মান প্রদান করল রাজ্য সরকার। মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়ায় পুরষ্কার তুলে দেওয়া হয় জেলার সেরা পূজা কমিটির হাতে৷

 

Bengal Live রায়গঞ্জঃ প্রতিবছরের মতো এবারেও শারদ উৎসবের সেরা পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করল রাজ্য সরকার। করোনার কারণে মঙ্গলবার ভার্চুয়ালি সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হল নবান্নে। এদিন নবান্নের সভাগৃহ থেকে সরাসরি বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই অংশ হিসাবে এদিন রায়গঞ্জ কর্ণজোড়ায় বিবেকানন্দ সভাগৃহে উত্তর দিনাজপুর জেলার সেরা পুজো কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি কবিতা বর্মন, জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। মণ্ডপ, প্রতিমা ছাড়াও করোনা সচেতনতা সহ একাধিক বিষয়ের ওপর পুরষ্কার দেওয়া হয় এদিন।

সেরা পূজা করণদিঘি ব্লক সর্বজনীন দুর্গাপূজা কমিটি, রায়গঞ্জের সমাজ সেবক সংঘ, ইসলামপুরের নেতাজিপল্লী অ্যান্ড ব্লক পাড়া সর্বজনীন দুর্গা পূজা কমিটি।

সেরা প্রতিমা সম্মান পেয়েছে রায়গঞ্জের অমর সুব্রত, ইসলামপুরের রয়াল স্পোর্টিং ক্লাব, ইসলামপুর কমল মেমোরিয়াল ক্লাব পূজা কমিটি।

মন্ডপে সেরার শিরোপা পেয়েছে রায়গঞ্জের শাস্ত্রী সংঘ, রবীন্দ্র ইন্সটিটিউসন ও সুদর্শনপুর সর্বজনীন দুর্গা পূজা কমিটি৷

করোনা সচেতনতায় সেরা হয়েছে রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং, নসিরহাট হরিহরপুর সর্বজনীন দুর্গাপূজা, ইসলামপুরের আদর্শ সংঘ।

Related News

Back to top button