রায়গঞ্জ

তৃণমূলের ‘দিদিকে বলো’র পালটা বিজেপির ‘আর নয় অন্যায়’

তৃণমূল শুরু করেছিল “দিদিকে বলো” কর্মসূচি। তার পাল্টা হিসেবে এবার বিজেপি শুরু করল “আর নয় অন্যায়” মিসড কল কর্মসূচি।

Bengal Live রায়গঞ্জঃ তৃণমূল শুরু করেছিল “দিদিকে বলো” কর্মসূচি। তার পাল্টা হিসেবে এবার বিজেপি শুরু করল “আর নয় অন্যায়” মিসড কল কর্মসূচি। রবিবার কলকাতায় স্বরাষ্ট্র মন্ত্রীর ঘোষণার পরেই “আর নয় অন্যায়” কর্মসূচিতে ঝাঁপাল উত্তর দিনাজপুর জেলা বিজেপি।

বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানান, রবিবার থেকেই এই ইস্যুতে রাজ্যজুড়ে প্রচার শুরু হয়ে গিয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও এই ইস্যুতে ঝাঁপাচ্ছে বিজেপি নেতৃত্ব। জেলাজুড়ে বিভিন্ন জায়গায় মিটিং-মিছিল, বাড়ি বাড়ি প্রচার ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও রাজ্য থেকে দেওয়া ফোন নম্বর মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। আগামী বিধানসভা ভোট পর্যন্ত এই কর্মসূচিতে লাগাতার পথে থাকবে জেলা বিজেপির কার্যকর্তারা।

মূলত বাংলাকে অন্যায় মুক্ত করতে এবং সংশোধিত নাগরিকত্ব আইনের সপক্ষে সমর্থন জোগার করতেই বিজেপির এই উদ্যোগ। তবে মিসড কলের মাধ্যমে বাংলাকে অন্যায় মুক্ত কি করা সম্ভব? এই প্রশ্নের উত্তরে বিজেপি নেতৃত্বের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রী তাঁর বক্তব্যে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন। অন্যায় মুক্ত বাংলা গড়ার কথা বলেছেন। এই ইস্যুতে মানুষের কতটা সমর্থন রয়েছে সেই বিষয়টি মিসড কল কর্মসূচির মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে।

প্রসঙ্গত, এর আগেও একবার মিসড কল কর্মসূচি গ্রহণ করেছিল বিজেপি। সেই বার অবশ্য দলীয় সদস্য সংগ্রহই ছিল তাদের মূল উদ্দেশ্য। রাজনৈতিক মহলের অনেকে অবশ্য মনে করছেন, এবার মিসড কলের সংখ্যা গুনে পুরভোটের আগে বিজেপির পালে হাওয়া কেমন, মানুষের সমর্থনই বা কেমন রয়েছে সেই বিষয়টিই বুঝে নিতে চাইছে বিজেপি।

Related News

Back to top button