রায়গঞ্জ

বিজেপি প্রার্থীর নাম ঘোষণা কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে

কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কমল চন্দ্র সরকার। জেলা পরিষদ সদস্যকেই বিধায়ক করতে উদ্যোগী পদ্ম শিবির। মনোনয়ন জমা ৬ নভেম্বর।

Bengal Live কালিয়াগঞ্জঃ কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে অবশেষে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। বর্তমান জেলা পরিষদ সদস্য কমল চন্দ্র সরকারকে প্রার্থী করল বিজেপি। গত পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুর জেলা পরিষদের ১৮ নম্বর আসন থেকে বিজেপির প্রতীকে লড়াই করে জয়ী হয়েছিলেন কমলবাবু। শনিবার বিজেপির রাজ্য নেতৃত্ব কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে সেই কমল চন্দ্র সরকারের নামই প্রার্থী হিসেবে ঘোষণা করেন। পাশাপাশি এদিন করিমপুর ও খরগপুর সদর কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করেন বিজেপি নেতৃত্ব।

আগামী ২৫ নভেম্বর করিমপুর, খরগপুর সদরের সাথে কালিয়াগঞ্জেও হতে চলেছে উপনির্বাচন। গণনা হবে ২৮ নভেম্বর। নির্বাচণ কমিশনের জারি করা নির্দেশিকা থেকে জানা গেছে, ৩০ অক্টোবর থেকে নমিশনেশন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ নভেম্বর। ৭ নভেম্বর স্ক্রুটিনির দিন ধার্য্য করা হয়েছে৷ মনোনয়ন পত্র তোলার শেষ তারিখ ১১ নভেম্বর।

বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নির্মল দাম বলেন, কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কমল চন্দ্র সরকারকে প্রার্থী হিসেবে বাছাই করেছেন রাজ্য নেতৃত্ব। আগামী ৬ নভেম্বর মনোনয়ন পত্র জমা দেবেন তিনি। নির্মল বাবু জানান, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং নারী ও শিশু কল্যাণ বিভাগের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী কালিয়াগঞ্জে আসবেন ৫ নভেম্বর। জেলা ও ব্লক নেতৃত্বের সাথে বৈঠক করার পাশাপাশি সেদিন থেকেই উপনির্বাচনের প্রচার শুরু করবেন দিলীপ ঘোষ।

Related News

Back to top button