ভুয়ো সংবাদ ভাইরাল করে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি,অভিযোগ তৃণমূলের
শনিবার রায়গঞ্জ শহরে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে যোগ দেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, করণদিঘির বিধায়ক মনোদেব সিনহা ও তৃণমূল নেতা মোশারফ হোসেন।
Bengal Live রায়গঞ্জঃ ভুয়ো সংবাদ পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে বিজেপি। শনিবার এমন অভিযোগেই সরব হল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তৃণমূল সরকারের বিরুদ্ধে যেন মানুষ সরব হয় তার জন্য প্রতিদিন ভুয়ো খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি৷ অমিত মালব্যকে দায়িত্ব দিয়ে বিজেপি ফেক নিউজ তৈরি করে পশ্চিমবঙ্গে অস্থির অবস্থার সৃষ্টি করতে চাইছে বলেও এদিন অভিযোগ করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস।
শনিবার রায়গঞ্জ শহরে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে যোগ দেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, করণদিঘির বিধায়ক মনোদেব সিনহা ও তৃণমূল নেতা মোশারফ হোসেন।
সাংবাদিক সম্মেলনে সন্দীপ বিশ্বাস বলেন, আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে বিজেপির এই ফেক নিউজ পোস্ট করা নিয়ে সজাগ ও সতর্ক করতে চাইছি। রাজ্য সরকারের বদনাম করার লক্ষ্যে অন্যান্য রাজ্যের কিছু ঘটনাকে ভাইরাল করে এরাজ্যের ঘটনা বলে চালানোর প্রয়াস নিয়েছে বিজেপি। এই কাজে মদত দেওয়া ও পরিচালনার জন্য বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে কাজে লাগানো হয়েছে। রাজ্যের মানুষকে বিজেপির এই অপকর্ম সম্পর্কে সচেতন ও সজাগ করার লক্ষ্যে আমরা তৎপর।