রায়গঞ্জ

টিকিটের টোপ খেয়ে ২৮ লক্ষ খরচ, প্রার্থীপদ না পেয়ে বিস্ফোরক বিজেপি নেতা

বিস্ফোরক অভিযোগ বিজেপির উত্তর দিনাজপুর জেলা ওবিসি মোর্চার সহ সভাপতির। প্রার্থী করার টোপ দিয়ে বিপুল অঙ্কের টাকা খরচ করানো হয়েছে বলে অভিযোগ।

 

Bengal Live রায়গঞ্জঃ প্রার্থী না হতে পেরে দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির ওবিসি মোর্চার সহ সভাপতি মদন বিশ্বাস। প্রার্থী করার টোপ দিয়ে বিপুল অঙ্কের টাকা খরচ করানো হয়েছে বলে অভিযোগ মদনবাবুর। দলের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনার পাশাপাশি বিধানসভা নির্বাচনে নির্দল হয়ে লড়াই করার কথা জানিয়েছেন মদন বিশ্বাস।

শনিবার মদন বিশ্বাস অভিযোগ করে বলেন, বিধানসভা নির্বাচনে আমাকে প্রার্থী করা হবে বলে জানানো হয়েছিল। তাই দলের হয়ে প্রচার করতে বলা হয়ছিল। সেই মতন প্রায় ২৮ লক্ষ টাকা খরচ করেছি দলের প্রচারের জন্য। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার পর জানতে পারলাম অন্য একজনকে প্রার্থী করা হয়েছে। শুনতে পেয়েছি টাকার বিনিময়ে এই প্রার্থী নির্বাচন করা হয়েছে। নির্দল হয়ে নির্বাচনে লড়াই করার চিন্তা করছি।

এদিকে ওবিসি মোর্চার জেলা সহ সভাপতি মদন বিশ্বাসের অভিযোগ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, দলের জন্য আমরা প্রত্যেকেই তন, মন, ধন দিয়ে পরিশ্রম করি। স্বাভাবিকভাবেই উনিও দলের জন্য করেছেন। সৌজন্যে প্রতিটি ব্যানার ফেস্টুনে ওনার নাম ছিল। তাতে ওনারও প্রচার হয়েছে। এছাড়া দলের অনেকেই প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছেন। উনিও করেছিলেন। তবে দল কোনদিনই ওনাকে প্রার্থী করবে বলে বলেনি। টাকার বিনিময়ে প্রার্থী নির্বাচন করা হয়েছে এমন অভিযোগ সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

Related News

Back to top button